বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা
বাংলাদেশে মেডিকেল শিক্ষাব্যবস্থা দুই পর্যায়ে বিভক্ত- (১) গ্রাজুয়েশন লেভেল (২) পোস্ট গ্রাজুয়েশন লেভেল। গ্রাজুয়েশন লেভেলে রয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজসমূহ। মেডিকেল কলেজসমূহ হতে ৫ বছর মেয়াদী গইইঝ ডিগ্রি প্রদান করা হয়। ডেন্টাল কলেজসমূহ হতে ৫ বছর মেয়াদী ইউঝ ডিগ্রি প্রদান করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রধান অবলম্বন হলো-৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(BSMMU), চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়), ৩৬টি মেডিকেল কলেজ(সরকারি), ১টি ডেন্টাল কলেজ(সরকারি) ও ৮টি ডেন্টাল ইউনিট(সরকারি) এবং ৩০টির অধিক বেসরকারি মেডিকেল কলেজ। তাছাড়া প্রায় ৩০টি হোমিওপ্যাথিক মহাবিদ্যালয়, ৩টি সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ আছে। এছাড়া স্বাস্থ্য বিষয়ে শিক্ষা ও গবেষণার জন্য বহু প্রতিষ্ঠান রয়েছে। যেমন - বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ - বাংলাদেশ(ICDDR, B), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাস্কুলার ডিজিজ(NICVD), ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ, ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ প্রভৃতি। পোস্ট গ্রাজুয়েশন লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হল - BSMMU(IPGMR), BIRDEM, NIPSOM, NICVD, NIO, RIHD, USTC সহ শীর্ষস্থানীয় ৮টি সরকারি মেডিকেল কলেজ। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা, MD, MS, M.Phil ইত্যাদি ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও BCPS - এর অধীনে F.C.P.S ডিগ্রি প্রদান করা হয়।
এমবিবিএস ভর্তির বিস্তারিত
আবেদনের যোগ্যতাঃ
- এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান মিলে ন্যূনতম জিপিএ ৯.০০ (৪র্থ বিষয় সহ)
- উপজাতীয় ও পার্বত্য জেলার অ - উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে জিপিএ ৮.০০ (৪র্থ বিষয় সহ)
- এসএসসি / সমমান এবং এইচএসসি / সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যা থাকতে হবে
- জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ (কমপক্ষে)
পরীক্ষার মানবন্টনঃ
- মোট নম্বর=৩০০
- পরীক্ষার ফলাফল থেকে যোগ হবে ২০০ নম্বর
এসএসসি তে প্রাপ্ত জিপিএ × ১৫=৭৫
এইচএসসি তে প্রাপ্ত জিপিএ ×২৫=১২৫
- এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বর
জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ-২০, ইংরেজি-১৫
সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪
পরীক্ষার নিয়মাবলী
- MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা
- প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
- পাস নম্বর ৪০
- লিখিত পরীক্ষায় পাস না করলে বেসরকারি মেডিকেলেও ভর্তি হওয়া যাবে না।
- এভাবে হিসাব করে মোট ৪৬০০ জনের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
- একই সাথে ৬০০ জনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়।
- মুক্তিযোদ্ধার সন্তানদের ৮২টি আসন বরাদ্দ থাকে। এ ক্ষেত্রে পিতা বা মাতা মুক্তিযোদ্ধা হওয়ার প্রমাণপত্র দরখাস্তের সাথে জমা দিতে হয়।
- যারা কোন সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থেকে পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাদের ৫ মার্ক কাটা যাবে।
- মেডিকেলে বা ডেন্টালে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়া যায়।
MBBS মোট আসন সংখ্যার বিবরণ
সাধারণ আসন- | ৩৯৬৬ | |
মুক্তিযোদ্ধা কোটা (২%) | ৮২ | |
উপজাতি (৩ পার্বত্য জেলায় ৩ জন করে) | ৯ | |
অ-উপজাতি (৩ পার্বত্য জেলায়) | ৩ | |
উপজাতি (অন্যান্য জেলা) | ৮ | |
মোট MBBS আসন | ৪০৬৮ |
বাংলাদেশের সরকারী মেডিকেল কলেজ ও আসন সংখ্যা-
ক্রঃ নং | কলেজ | প্রতিষ্ঠা | আসন সংখ্যা |
---|---|---|---|
০১ | ঢাকা মেডিকেল কলেজ | ১৯৪৬ | ২৩০ |
০২ | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ | ১৯৭২ | ২৩০ |
০৩ | শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ | ২০০৬ | ২০০ |
০৪ | ময়মনসিংহ মেডিকেল কলেজ | ১৯৬২ | ২৩০ |
০৫ | চট্টগ্রাম মেডিকেল কলেজ | ১৯৫৭ | ২৩০ |
০৬ | রাজশাহী মেডিকেল কলেজ | ১৯৫৮ | ২৩০ |
০৭ | সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ | ১৯৬২ | ২৩০ |
০৮ | শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল | ১৯৬৮ | ২৩০ |
০৯ | রংপুর মেডিকেল কলেজ | ১৯৭০ | ২৩০ |
১০ | কুমিল্লা মেডিকেল কলেজ | ১৯৭৯ | ১৮০ |
১১ | খুলনা মেডিকেল কলেজ | ১৯৯২ | ১৮০ |
১২ | শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া | ১৯৯২ | ১৮০ |
১৩ | ফরিদপুর মেডিকেল কলেজ | ১৯৯২ | ১৮০ |
১৪ | এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর | ১৯৯২ | ১৮০ |
১৫ | পাবনা মেডিকেল কলেজ | ২০০৮ | ৭০ |
১৬ | আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালি | ২০০৮ | ৭০ |
১৭ | কক্সবাজার মেডিকেল কলেজ | ২০০৮ | ৭০ |
১৮ | যশোর মেডিকেল কলেজ | ২০১০ | ৭০ |
১৯ | সাতক্ষীরা মেডিকেল কলেজ | ২০১১ | ৬৫ |
২০ | শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ | ২০১১ | ৬৫ |
২১ | কুষ্টিয়া মেডিকেল কলেজ | ২০১১ | ৬৫ |
২২ | শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ | ২০১১ | ৬৫ |
২৩ | শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর | ২০১৩ | ৭২ |
২৪ | শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল | ২০১৪ | ৬৫ |
২৫ | শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর | ২০১৪ | ৬৫ |
২৬ | কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ | ২০১৪ | ৭৫ |
২৭ | শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ | ২০১৪ | ৬৫ |
২৮ | পটুয়াখালী মেডিকেল কলেজ | ২০১৪ | ৫১ |
২৯ | রাঙ্গামাটি মেডিকেল কলেজ | ২০১৪ | ৫১ |
৩০ | মুগদা মেডিকেল কলেজ, ঢাকা | ২০১৫ | ৭৫ |
৩১ | শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ | ২০১৮ | ৫১ |
৩২ | নেত্রকোনা মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৩ | নীলফামারী মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৪ | নওগাঁ মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৫ | মাগুরা মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৬ | চাঁদপুর মেডিকেল কলেজ | ২০১৮ | ৫০ |
৩৭ | বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ | ২০২১ | ৫০ |
আধা সরকারী মেডিকেল কলেজ ও আসন সংখ্যাঃ
ক্রঃ নং | কলেজ | প্রতিষ্ঠা | আসন সংখ্যা |
---|---|---|---|
০১ | আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ | 1999 | 5 |
০২ | আর্মি মেডিকেল কলেজ, বগুড়া | 2014 | 50 |
০৩ | আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম | 2014 | 50 |
০৪ | আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লাহ | 2014 | 50 |
০৫ | আর্মি মেডিকেল কলেজ, যশোর | 2014 | 50 |
০৬ | আর্মি মেডিকেল কলেজ, রংপুর | 2014 | 50 |
বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো-
সেশন | ভর্তি পরীক্ষার তারিখ | জাতীয় মেধায় ১ম স্থান অধিকারীর স্কোর | DMC’র সর্বনিম্ন স্কোর | সরকারী ডেন্টালে সর্বনিম্ন স্কোর |
---|---|---|---|---|
২০১৮-১৯ | ০৫ অক্টোবর, ২০১৮, শুক্রবার | ২৮৭ | ২৭৫ | ২৫৭ |
২০১৭-১৮ | ০৬ অক্টোবর, ২০১৭, শুক্রবার | ২৯০.৫ | ২৮২ | ২৭০.৭৫ |
২০১৬-১৭ | ০৭ অক্টোবর, ২০১৬, শুক্রবার | ২৮৫.৫ | ২৭৫.৭৫ | ২৬৪.২৫ |
২০১৫-১৬ | ১৮ সেপ্টেম্বর, ২০১৫, শুক্রবার | ১৯৪.৭৫ | ১৮৫.৫ | ১৭৫.২৫ |
২০১৪-১৫ | ২৪ অক্টোবর, ২০১৪, শুক্রবার | ১৮১.৫ | ১৬৯.৭৫ | ১৫৬.৫ |
২০১৩-১৪ | ০৪ অক্টোবর, ২০১৩, শুক্রবার | ১৯৬.৫ | ১৭৭ | ১৬৫ |
২০১২-১৩ | ২৩ নভেম্বর, ২০১২, শুক্রবার | ১৮৫.৫ | ১৭৪.৫ | ১৬১ |